শুভেন্দু অধিকারীর ছবি সহ পোষ্টার ঘিরে চাঞ্চল‍্য সোনামুখীতে

10th December 2020 2:51 pm বাঁকুড়া
শুভেন্দু অধিকারীর ছবি সহ পোষ্টার ঘিরে চাঞ্চল‍্য সোনামুখীতে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  এবার 'দাদার অনুগামী'দের পোষ্টার পড়লো বাঁকুড়ার অন্যতম প্রাচীণ পৌর শহর সোনামুখীতে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের রথতলা চেল মোড়ের বিভিন্ন অংশে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ 'আমরা দাদার অনুগামী' লেখা পোষ্টার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আরো অন্যান্য জায়গার মতো সোনামুখীতেও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। 'ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি' অভিযোগ করে সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, পোষ্টার লাগানোর বিষয়টি শুনেছি। তবে আমাদের দলের কেউ এই কাজে যুক্ত নয়। এই ধরণের পোষ্টার দিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিজেপির সোনামুখী নগর মণ্ডল সভানেত্রী সম্পা গোস্বামী বলেন, পোষ্টারের বিষয়টি তার জানা নেই। একই সঙ্গে 'বড় মাপের নেতা' শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি কোন কথাই বলতে চাননা বলে জানান।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।